লন্ডন: বাস্তব জীবনের তুলনায় সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে মানুষের বন্ধু সংখ্যা বেশি। সম্প্রতি পরিচালিত এক সমীক্ষায় এমন তথ্য বেরিয়ে এসেছে।
সমীক্ষাটি পরিচালনা করেছে ব্রিটেনের দাতব্য সংস্থা সিস্টিক ফিব্রোসিস ট্রাস্ট। এতে দেখা যায়, সামাজিক ওয়েবসাইট ব্যবহারকারীদের গড়ে বন্ধু সংখ্যা ১২১ জন। অথচ বাস্তবে তাদের বন্ধু ৫৫ জন।
সমীক্ষায় দেখা গেছে, ১০ জনে একজন অনলাইনে তাদের সবচেয়ে ভাল বন্ধুর সন্ধান পায়। আর অনলাইনের এসব বন্ধু বাস্তবের বন্ধুর চেয়ে বেশি সৎ হয়। ব্রিটেনের একটি দৈনিকে জরিপে প্রকাশিত হয়েছে। ওয়েবসাইটের বন্ধুরা তাদের আজীবনের বন্ধুরও খোঁজ পায়।
ম্যানচেস্টার অ্যাডাল্ড সিস্টিক ফিব্রোসিস সেন্টারের (হাসপাতাল) মনস্তত্ত্ববিদ হেলেন অক্সলি বলেন, ‘বেশিরভাগ মানুষের জন্যই তাদের প্রিয় স্বজনের সঙ্গে কাছাকাছি থাকার গুরুত্বপূর্ণ মাধ্যম ইন্টারনেট। তবে অসুস্থতার কারণে যারা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তাদের জন্য এটা আরও প্রাণশক্তির মতো কাজ করে। ’
হেলেন অক্সলি বলেন, ‘অসুস্থ লোকজন ইন্টারনেটে বন্ধুত্ব স্থাপনে আগ্রহী হয়। তারা ব্লগে লেখালেখি করেন। অসুস্থতা নিয়ে সামাজিক ওয়েবসাইটে কথা চালাচালি করেন ইত্যাদি। ’
তিনি বলেন, ‘যারা ঘন ঘন বিচ্ছিন্ন বোধ করেন, তাদের জন্য সামাজিক যোগাযোগ ভিন্ন এক বোধ তৈরি করে। মানসিক সুসাস্থ্যের জন্য এটা গুরুত্বপূর্ণ। ’
সিস্টিক ফিব্রোসিস ট্রাস্টের গবেষণায় দেখা গেছে, যারা অসুস্থতার কারণে শারীরিকভাবে সামাজিকতা রক্ষা করতে পারেন না, তাদের জন্য ইন্টারনেট ক্রমেই সবল ভূমিকা পালন করছে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মে ১৩, ২০১১