ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

টুইটারে তালেবানের প্রথম খুদেবার্তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মে ১৩, ২০১১
টুইটারে তালেবানের প্রথম খুদেবার্তা

ঢাকা: নিজেদের মতাদর্শ প্রচার প্রচারণায় তালেবানরা এবার সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলি ব্যবহারে মনোযোগ দিয়েছে। সামাজিক ওয়েবসাইট টুইটার দিয়েই তাদের যাত্রা শুরু করেছে।

এ সাইটের অ্যাকাউন্ট @alemarahweb থেকে প্রথম টুইট করা হয়।

অবশ্য এই অ্যাকাউন্ট থেকে প্রথম বার্তা প্রকাশ শুরু হয় ১৯ ডিসেম্বর থেকে তবে পশতু ভাষায়।

লন্ডনভিত্তিক দ্য গার্ডিয়ান পত্রিকা বৃহস্পতিবার এমন ৭৫০টি টুইট বার্তা নিয়ে মন্তব্য প্রকাশ করেছে। এ বার্তাগুলো তালেবানরা তাদের বিরোধীদের বিরুদ্ধে অতিরঞ্জিত তথ্য সরবরাহের মাধ্যমে সমবেদনা আকর্ষণের চেষ্টা করছে। বেশিরভাগ বার্তাই ইংরেজিতে লেখা এবং তাতে বিভিন্ন হামলায় মৃতের সংখ্যাই বেশি প্রধান্য পেয়েছে।

বার্তাগুলির সঙ্গে তালেবান মুখপাত্র এবং ইন্টারনেটসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তাদের বার্তার অনেক মিল রয়েছে।

ইন্টারনেট অপবিত্র আখ্যা দিয়ে ২০০০ সালে আফগানিস্তানে ক্ষমতায় থাকাকালীন ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ করে তৎকালীন তালেবান সরকার। অথচ ২০০১ সাল থেকেই তারা নিজেদের ওয়েবসাইট চালু করে।

বৃহস্পতিবার সকালে ব্রিটেনের দৈনিক গার্ডিয়ান প্রথম যখন অ্যাকাউন্টটি সনাক্ত করে তখন এর অনুসরণকারী ছিল ২২৪ জন। অথচ কিছুক্ষণের মধ্যে তা ১২০০-তে গিয়ে পৌঁছায়। এই অ্যাকাউন্টটিও ১২টি অ্যাকাউন্ট অনুসরণ করেছে। এর মধ্যে রয়েছে আফগান সেনাদের কমব্যাট পরামর্শক, একটি দাতব্য সংস্থা যারা কার্পেট বোনা এবং শিশুদের জন্য শিক্ষামূলক সার্কাস প্রদর্শন করে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।