লামপেদুসা (ইতালি): লিবিয়া থেকে কমপক্ষে ১৬৬ জন শরণার্থী নিয়ে একটি মাছধরা নৌযান ইতালির ছোট্ট দ্বীপ লামপেদুসায় শুক্রবার নোঙর করেছে। কাষ্ঠনির্মিত ওই ছোট্ট নৌকাতে ঠাসাঠাসি করে ওঠা যাত্রীদের মধ্যে বাংলাদেশিসহ সাব-সাহারান আফ্রিকা থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছেন বলে জানা গেছে।
ইতালির কোস্টগার্ড এবং উদ্ধারকর্মীরা যাত্রীদের তীরে নামতে সহায়তা করেছেন। খাদ্য-পানীয়ের অভাবে অসুস্থ, দুর্বল যাত্রীদের মধ্যে একটি শিশু এবং স্ট্রেচারে করে আরেক ব্যক্তিতে নামানো হয়।
যাত্রীদের মধ্যে আবু বকর নামে ২১ বয়সী এক তরুণ জানান, তিনি সিয়েরা লিওনের নাগরিক। তিনি আরও বলেন, ‘আমি এখনো রীতিমতো অসুস্থ। প্রচণ্ড ঠাণ্ডা এবং পানির অভাবে আমি মানসিক- শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। কারণ এর আগে জীবনে কখনো আমি একাজ করিনি। `
আবু বকর জানান, তাদের নৌকাটি বৃহস্পতিবার সকালে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে যাত্রা শুরু করে। ২৪ ঘণ্টার এক ভয়ানক যাত্রা শেষে তারা এ ছোট্ট দ্বীপে এসে পৌঁছেছেন।
শুক্রবার আরো দুটি নৌকা ওই বন্দরে ভীড়েছে। সব মিলিয়ে যাত্রী সংখ্যা ৩৬৯ জন বলে জানা গেছে।
যাত্রীদের মধ্যে বেশিরভাগই সাহারা মরুভূমি অঞ্চলের। এর মধ্যে সিয়েরা লিওন, সেনেগাল, বাংলাদেশ, মিশর এবং তিউনিসিয়ার নাগরিকও রয়েছেন।
গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ শুরুর পর তিউনিসিয়া এবং লিবিয়া থেকে গত ফেব্রুয়ারি থেকে এ যাবত প্রায় ৩০ হাজার অবৈধ অনুপ্রবেশকারী জীবনের ঝুঁকি নিয়ে লামপেদুসাতে আশ্রয় নেয়। এর মধ্যে লিবিয়া উপকূলের কাছে এমন একটি নৌকাডুবিতে কমপক্ষে ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
এর আগে বৃহস্পতিবার রাতে ইতালীয় কর্তৃপক্ষ লিবিয়া থেকে ২৫০ জন শরণার্থী নিয়ে এগিয়ে আসা একটি নৌকা শনাক্ত করে। নৌকাটি বর্তমানে মালটার জলসীমায় অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মে ১৩, ২০১১