ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আমাকে হত্যা করতে পারবেন না: গাদ্দাফি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, মে ১৪, ২০১১
আমাকে হত্যা করতে পারবেন না: গাদ্দাফি

ত্রিপোলি: আপনারা আমাকে হত্যা করতে পারবেন না। আমার দেহ ধ্বংস করতে পারবেন, তবে আমার আত্মাকে কখনোই হত্যা করতে পারবেন না।

আমি যেখানে আছি সেখানে কখনোই পৌঁছাতে পারবেন না। কারণ আমি থাকি লাখো মানুষের হৃদয়ে।

শুক্রবার লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত অডিওবার্তায় মুয়াম্মার গাদ্দাফি এসব কথা বলেন। এতে তিনি পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর তৎপরতাকে কাপুরুষোচিত বলে সমালোচনা করেন। বেশ কয়েকবার অডিওবার্তাটি সম্প্রচার করা হয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ খবর বেরোয়।

তিনি বলেন, ‘কাপুরুষ ক্রসেডারদের (ন্যাটো, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী) বলুন, আমি যেখানে আছি তারা সেখানে কখনোই পৌঁছাতে পারবে না। ’

এদিকে, লিবিয়ার বিদ্রোহী জাতীয় অন্তর্বর্তী পরিষদের মুখপাত্র মাহমুদ জিবরিল যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এতে যুক্তরাষ্ট্র এখনো লিবিয়ার বিদ্রোহীদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

তবে একটি বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি জানান, যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী পরিষদকেই লিবিয়ার জনগণের বৈধ ও বিশ্বস্ত মুখপাত্র হিসেবে বিবেচনা করে।

এর আগে লিবিয়ার বিদ্রোহীদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ফ্রান্স, ইতালি ও কাতার। তবে এ ব্যাপারে পর্যালোচনা চলছে বলে জে কার্নি জানান।

শুক্রবার সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে খবর বেরোয়, পূর্বাঞ্চলীয় শহর ব্রেগায় ন্যাটোর বিমান হামলায় ১১ জন ধর্মীয় নেতা নিহত হয়। আহত হয় ৪৫ জন। এর আগে ন্যাটো বাহিনী গাদ্দাফির ভবন বাব আল-আজিজিয়ায় বিমান হামলা চালায়। এতে গাদ্দাফি আহত হয়েছে বলে ইতালির পররাষ্ট্র ফ্রাংকো ফ্রাত্তিনি জানান। তবে লিবিয়ার মুখপাত্র মুসা ইব্রাহিম তা নাকচ করে দেন।

জিবরিল হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা টম ডেনিলসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, মে ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।