ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানি পার্লামেন্টে লাদেনকে হত্যার অভিযানের তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, মে ১৪, ২০১১
পাকিস্তানি পার্লামেন্টে লাদেনকে হত্যার অভিযানের তীব্র নিন্দা

ইসলামাবাদ: পাকিস্তানের মাটিতে মানববিহীন মার্কিন বিমান হামলা বন্ধ ও লাদেন হত্যার অভিযানের স্বতন্ত্র তদন্তের দাবি এবং যুক্তরাষ্ট্রের একতরফা অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পার্লামেন্ট। পাকিস্তানের একটি জাতীয় দৈনিকে এ খবর বেরিয়েছে।



১০ ঘণ্টা ধরে চলা এক যৌথ বৈঠকে যুক্তরাষ্ট্রের লাদেন হত্যায় একতরফা অভিযানের তীব্র সমালোচনা করা হয়। যুক্তরাষ্ট্রের একতরফা অভিযানে পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনকে হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেবিষয়েও পার্লামেন্ট সদস্যরা জোর দেন

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান আহমাদ শুজা পাশা ইসলামাবাদে আইনপ্রণেতাদের লাদেন হত্যার অভিযানের বর্ণনা দেন।

পার্লামেন্টে উপস্থাপিত একটি প্রস্তাবে বলায় হয়, অব্যাহত ড্রোন হামলা অগ্রহণযোগ্য। এ ধরনের হামলা অতিসত্ত্বর বন্ধ হওয়া উচিৎ। এছাড়া পাকিস্তানের অভ্যন্তরে ন্যাটোকে ট্রানজিট সুবিধা দেওয়া বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়।

আফগানিস্তানের যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরবরাহ ও সরঞ্জামাদি বিদেশি সেনারা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকা দিয়ে জাহাজ বা গাড়িযোগে নিয়ে যায়। এসব যানে ঘন ঘন জঙ্গি হামলার ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির হিসাব মতে, গত বছর মার্কিন ড্রোন হামলার মাত্রা দ্বিগুন হয়েছে। এসময়ে শতাধিক ড্রোন হামলায় ৬৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ জানিয়েছে, এ ধরনের হামলার ঘটনায় আল কায়েদার তৎপরতায় বাধা তৈরি করা সম্ভব হয়েছে।

গত শুক্রবার জঙ্গিগোষ্ঠী তালেবানের জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮০ নিহত হয়েছে। পাকিস্তানের চরসদ্দা জেলার শবকদর অঞ্চলের আধা সামরিক বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালানো হয়। জঙ্গি সংগঠনটি জানিয়েছে, তারা ওসামা বিন লাদেন হত্যার প্রতিশোধ নিতেই এ হামলা চালিয়েছে। আরও হামলা চালানো হবে বলেও হুমকি দেয় তালেবান।

শনিবার পার্লামেন্টে উত্থাপিত প্রস্তাবে যুক্তরাষ্ট্রের লাদেন হত্যার অভিযানের তীব্র সমালোচনা করা হয়। এতে বলা হয়, সন্ত্রাসবাদ নির্মূলে একতরফাভাবে কোনো দেশ অগ্রসর হতে পারবে না।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মে ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।