ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মে ১৪, ২০১১
পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮৯

পেশোয়ার: পাকিস্তানের আধা সামরিক বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে জোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ব্যক্তির সংখ্যা ৮৯ জনে পৌঁছেছে। শনিবার পুলিশ এ তথ্য জানিয়েছে।



পাকিস্তানের তালেবান এ হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেন হত্যার প্রতিশোধ নিয়েছে। একইসঙ্গে আরও হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠনটি।

শুক্রবার চরসাদ্দা জেলার শবকদর অঞ্চলে এ হামলায় প্রাথমিকভাবে ৮০ নিহত হয় বলে জানানো হয়। এতে আহত ১৪০ ব্যক্তির মধ্যে ৪০ জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।

গত ২ মে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে ওসামা বিন লাদেনকে গুলি চালিয়ে হত্যা করে। লাদেন হত্যার পর এটাই সবচেয়ে ভয়াবহ হামলা।

জেলার পুলিশপ্রধান নিসার খান মারওয়াত বলেন, ‘নিহতের সংখ্যা ৮৯ জনে পৌঁছেছে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন বেসামরিক। আরও চারটি মৃতদেহ টুকরো টুকরো হয়ে গেছে। ফলে তাদের পরিচয় জানা যায়নি। ’

শবকদর অঞ্চলটি আদিবাসী অধ্যুষিত মোহমান্দের পার্শ্ববর্তী, এলাকাটি আল কায়েদার প্রধান ঘাঁটি বলে ওয়াশিংটন মনে করে।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, মে ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।