ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় গণকবরের সন্ধান, সরকারের নাকচ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মে ১৭, ২০১১
সিরিয়ায় গণকবরের সন্ধান, সরকারের নাকচ

দেরা: সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেরা শহরে গণকবরের সন্ধান পাওয়ার খবর অস্বীকার করেছে। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ তথ্য জানায়।



এর আগেরদিন ওই শহরে পাওয়া একটি গণকবর থেকে ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ‘এই তথ্য (গণকবর) একেবারে মিথ্যা। এটি সিরিয়ার বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারণা। ’

তবে দেরার অধিবাসীরা জানান, গত মাসে সিরিয়ার সামরিক বাহিনীর ট্যাংক বিরোধীদের ওপর দমনপীড়ন চালানোর পর থেকে কয়েক শ লোক নিখোঁজ রয়েছে।

দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ১১ বছরের শাসনক্ষমতা উচ্ছেদের দাবিতে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে। গত ১৮ মার্চ দেরা শহরে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়।

অধিবাসীরা জানায়, মৃতদেহগুলোর মধ্যে আবদুল আজিজ আবা জাইদ (৬২) ও চার ছেলের পরিচয় পাওয়া গেছে। এছাড়া একজন নারী ছয়জন পুরুষ ও চারটি শিশু রয়েছে। তবে তারা আরও জানায়, সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় তারা নিহত হয়েছে কি না তা পরিষ্কার নয়।

একজন মানবাধিকার কর্মী গণমাধ্যমকে জানান, পুরনো শহরের এক অংশে অধিবাসীরা গণকবরের সন্ধান পেয়েছে। তবে এ খবর জানার পরপরই সরকারি কর্তৃপক্ষ স্থানটি ঘিরে ফেলে। উদ্ধার কাজে স্থানীয়দের সেখানে যেতে বাধা দেওয়া হয়।

সিরিয়ায় বিদেশি সাংবাদিকদের নিষিদ্ধ করায় এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সিরিয়ার ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী দেশজুড়ে অভিযানে ৭০০ বেসামরিক লোক হত্যা করেছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।