ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি সেনার গুলি, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, মে ১৬, ২০১১
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি সেনার গুলি, নিহত ১২

জেরুজালেম: ইসরায়েলি সেনাবাহিনী রোববার ফিলিস্তিনের ভূখণ্ডে বিক্ষোভরত জনতার ওপর গুলি করেছে। এতে অন্তত ১২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।



ফিলিস্তিনের সঙ্গে সিরিয়া ও লেবাননের সীমান্তবর্তী এলাকায় এসব ঘটনা ঘটেছে। একটি ঘটনায়, ফিলিস্তিনের কয়েক হাজার সমর্থক সিরিয়া থেকে গোলান হাইটসে প্রবেশ করে বলে ইসরায়েল জানায়।

ফিলিস্তিনিরা নাকবা বা পতন দিবস উদযাপন করছে। ১৯৪৮ সালের এই দিনে ইসরায়েল রাষ্ট্রের জন্ম।

গুলি চালানোর ঘটনায় বেশ কয়েক হাজার বিক্ষোভকারী অন্যত্র পালিয়ে যায়। রোববারের সংঘর্ষের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিভিশন বার্তায় বলেন, ‘খুব শিগগির সেখানে শান্তি ফিরে আসবে। তবে কারও ভুল করা চলবে না। আমরা আমাদের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ’

চারটি পৃথক স্থানে সংঘর্ষ শুরু হয়েছে। গাজার এরেজ, পশ্চিম তীরের রামাল্লার পার্শ্ববর্তী, গোলান হাইটস ও লেবাননের সীমান্তে এসব সংঘর্ষ চলছে।

এই নাকবা আরব বিশ্বের চলমান গণঅভ্যুত্থান থেকে প্রেরণা পেয়েছে। গণমাধ্যমগুলোয় এমন খবর বেরোয়।

ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের পাথর ছুড়ে মারতে দেখা গেছে। আর এর জবাবে সেনারা গুলি ছুড়েছে। বিক্ষোভকারীদের বড় এক অংশ মাজদাল শামস গ্রামের কাছে সীমান্তের বেড়া ভাঙারও চেষ্টা করে। ইসরায়েলি সেনারা এ তথ্য জানায়।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, মে ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।