ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কঠোর বার্তা নিয়ে মার্কিন সিনেটর জন কেরি পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, মে ১৬, ২০১১
কঠোর বার্তা নিয়ে মার্কিন সিনেটর জন কেরি পাকিস্তানে

ইসলামাবাদ: যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে মার্কিন ডেমোক্রাটদলীয় সিনেটর জন কেরি রোববার ইসলামাবাদে পৌঁছেছেন। পাকিস্তানের একটি দৈনিকে এ খবর বেরিয়েছে।



এ মুহূর্তে দুই দেশই কূটনৈতিক সম্পর্ক নিয়ে সবচেয়ে সংকটে পড়েছে। মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান জন কেরি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবেন। ২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর থেকে সন্ত্রাসবাদ মোকাবিলায় ইসলামাবাদকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করে আসছে ওয়াশিংটন।

গত ২ মে লাদেনকে হত্যার অভিযানে পর দুই দেশের সম্পর্কে ফাটল ধরে। পাকিস্তানকে কিছ না জানিয়ে, দেশটির সার্বভৌমত্বের তোয়াক্কা না করে চারটি  স্টিলথ (রাডার ফাঁকি দিতে সক্ষম) হেলিকপ্টার যোগে ইসলামাবাদের অদূরে লাদেনের অ্যাবোটাবাদের বাড়িতে অভিযান চালায় মার্কিন বিশেষ বাহিনী। এতে  লাদেনকে গুলি করে হত্যা করা হয়।

জন কেরি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং বিভিন্ন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন। আশা করা হচ্ছে, এসময় তাকে কিছু স্পষ্ট প্রশ্ন করা হবে: ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখতে ওয়াশিংটন কী মনে করছে ইত্যাদি।

পাকিস্তানের একটি টিভি চ্যানেলের মতে, জন কেরি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির সঙ্গে সাক্ষাত করেছেন। পাকিস্তানে উদ্দেশে যুক্তরাষ্ট্র ছাড়ার আগে জন কেরি সাংবাদিকদের বলেন, তিনি পাকিস্তানের নেতাদের সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রকৃত অঙ্গীকার করার জন্য চাপ দেবেন।

তিনি ইঙ্গিত দিয়ে বলেন, পাকিস্তানে লাদেনের অবস্থান সম্পর্কে ইসলামাদের কর্মকর্তারা জানতেন আর এর পক্ষে কিছু বিব্রতকর প্রমাণ তারা পেয়েছেন। এ থেকে বোঝা যাচ্ছে, বারাক ওবামার প্রশাসন পাকিস্তানের ওপর কঠোর চাপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ইসলামাবাদকে  কঠোর বার্তা দেওয়ার জন্য জন কেরিই ওবামার সবচেয়ে পছন্দের ব্যক্তি। টুইন টাওয়ারে হামলার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ যেমন বলেছিলেন, ‘হয় আপনি আমাদের পক্ষে, নয়তো বিপক্ষে’--এমন বার্তাই কেরি নিয়ে এসেছেন।

জন কেরি অবশ্য পাকিস্তানের বন্ধু হিসেবে পরিচিত। তবে কঠোর বার্তা দেওয়ার আগে তিনি তাড়াহুড়ো করবেন না বলেও আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, মে ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।