ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘পাকিস্তানের ওপর হামলা মানে চীনের ওপরই হামলা’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মে ১৯, ২০১১
‘পাকিস্তানের ওপর হামলা মানে চীনের ওপরই হামলা’

ইসলামাবাদ: অ্যাবোটাবাদে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানের ওপর যেকোনো হামলা চীনের ওপর হামলার নামান্তর। বৃহস্পতিবার ডেইলি নিউজের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানি দৈনিক পিটিআই।



ওই পত্রিকা কূটনৈতকি সূত্রের বরাত দিয়ে জানায়, গত সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত চীন-মার্কিন কৌশলগত এবং অর্থনীতিক সংলাপের সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে তাদের এ প্রতিক্রিয়া জানিয়ে দেন বলে জানা গেছে।

সেই সঙ্গে পাকিস্তানের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি সম্মান জানাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

গতকাল (বুধবার) চীনের গ্রেট হল অব দ্য পিপল ভবনে আনুষ্ঠানিক আলোচনার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে তাদের অবস্থান জানিয়ে দেন চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও।

দুই দেশের প্রতিনিধি পর্যায়ে বৈঠকের আগে দুই প্রধানমন্ত্রী এককভাবে ৪৫ মিনিট ধরে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মে ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।