ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইএমএফ প্রধানের জামিন আবেদন নামঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, মে ১৭, ২০১১
আইএমএফ প্রধানের জামিন আবেদন নামঞ্জুর

নিউইয়র্ক: যৌন হয়রানির অভিযোগে আটক আন্তর্জাতিক মূদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ডোমিনিক স্ট্রাউস কানের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার নিউইয়র্কের ম্যানহাটন অপরাধ আদালতের বিচারক জামিন আবেদন নাকচ করে পরবর্তী শুনানির আগে পর্যন্ত তাকে জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন।



স্ট্রাউসের পক্ষের আইনজীবীরা জামিন হিসেবে ১০ লাখ ডলার এবং তার নিউইয়র্কে অবস্থানের ব্যাপারে নিশ্চয়তা দিলেও আদালত তা গ্রহণ করেন নি।

বাদীপক্ষের কৌঁসুলিরা বলেছেন, মি. স্ট্রাউস এর আগে এরকম আরো কোনো কর্মকা- করেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

কৌঁসুলিদের আশঙ্কা জামিন দিলে তিনি ফ্রান্সে পালিয়ে যেতে পারেন। তাই পরবর্তী শুনানির আগ পর্যন্ত তাকে হাজতে আটক রেখে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন তারা।

মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মে।

স্ট্রাউসের পক্ষের একজন আইনজীবী বেন ব্র্যাফম্যান জানিয়েছেন, তার মক্কেল সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এসব অভিযোগ থেকে মুক্তি পাবেন বলে তার বিশ্বাস।

ফ্রান্সের সাবেক অর্থমন্ত্রী ও ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী স্ট্রাউস কান এই প্রথম ধর্ষণের অভিযোগে কোনো আদালতে হাজিরা দিলেন।

ম্যানহাটনের অপরাধ আদালতে প্রবেশের সময় স্ট্রাইসকে ক্লান্ত এবং মুখে কঠোরভাব দেখা যাচ্ছিল। তার চুল ছিল অগোছালো এবং গতকাল রোববার যে পোশাক পরেছিলেন সেই পোশাকেই আদালতে আসেন তিনি। তবে এসময় তার হাতে হাতকড়া পরা ছিল না।

এদিকে নিজ দেশ ফ্রান্সেও স্ট্রাউস কানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছে। প্যারিসের একজন আইনজীবী জানিয়েছেন, সেখানকার একজন লেখিকা ২০০২ সালে তাকে যৌন হয়রানি করার অভিযোগ শিগগির আদালতে দায়ের করতে যাচ্ছেন।

উল্লেখ্য, নিউইয়র্কে ম্যানহাটনের সোফিটেল হোটেলে একজন পরিচারিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শনিবার আটক করা হয় আইএমএফ প্রধান ডোমিনিক স্ট্রাউস কানকে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মে ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।