ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘বিন লাদেনের অবস্থান আমি আগে থেকেই জানতাম’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, মে ১৭, ২০১১

ওয়াশিংটন: আফগানিস্তানের সাবেক গোয়েন্দা প্রধান বলেছেন, ওসামা বিন লাদেন চার বছর ধরে পাকিস্তানে অবস্থান করছিলেন। কিন্তু পাকিস্তান কর্তৃপক্ষ তার এ দাবি বারবার প্রত্যাখ্যান করেছে।



সিবিএস নিউজের ৬০ মিনিটস অনুষ্ঠানে সাবেক গোয়েন্দা প্রধান আমরুল্লাহ সালেহর দেওয়া একটি সাক্ষাতকার রোববার  সম্প্রচার করা হয়। এতে তিনি বলেন, আফগান গোয়েন্দা বিভাগ অনেক আগে থেকেই ধারণা করত বিন লাদেন পাকিস্তানের মানসেহরা শহরে অবস্থান করছেন। এ শহরটি অ্যাবোটাবাদ থেকে মাত্র ১২ মাইল দূরে অবস্থিত। গত ২ মে এখানে মার্কিন বিশেষ বাহিনী নেভি সিল অভিযান চালিয়ে তাকে হত্যা করে।

সম্প্রতি তালেবানদের সঙ্গে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়ায় বর্তমানে সালেহ আফগান প্রেসিডেন্টের একজন কড়া সমালোচক। তার মত হলো- যুক্তরাষ্ট্রের উচিত পাকিস্তানকে একটি শত্রু দেশ হিসেবে ঘোষণা করা।

সিবিএসকে তিনি বলেন, ‘তারা (পাকিস্তান) তোমাদের (যুক্তরাষ্ট্র) টাকা নিচ্ছে। তারা সহযোগিতা করছে না। তারা তালেবান তৈরি করছে। পারমাণবিক অস্ত্রবিস্তারে তারা এক নম্বর। ’

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, মে ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।