ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে প্রশিক্ষণ কেন্দ্রে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৯৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মে ১৭, ২০১১
পাকিস্তানে প্রশিক্ষণ কেন্দ্রে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৯৮
পেশোয়ার: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে আধা সামরিক বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী জোড়া বোমা হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে পৌঁছেছে। মঙ্গলবার দেশটির পুলিশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী তালেবান এ হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে। গত শুক্রবার চরসাদ্দা জেলার শবকদর অঞ্চলে আধা সামরিক ফ্রন্টিয়ার কনস্ট্যাব্যুলেরি (এফসি) প্রশিক্ষণ কেন্দ্রে এ হামলায় চালায়। আরেক জঙ্গিগোষ্ঠী আল কায়েদার প্রধান ওসামা বিন হত্যার প্রতিশোধ নিয়েছে তারা বলে জানায়। পেশোয়ারের পুলিশপ্রধান লিয়াকত আলি খান বলেন, ‘মৃতের সংখ্যা ৯৮ জনে পৌঁছেছে। ’ হামলার দিন ঘটনাস্থলেই ৮১ জন নিহত এবং আহত হয় ১৪০ জন। আহত ৪৩ ব্যক্তি এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে লিয়াকত আলি জানান। গত ২ মে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে লাদেনকে হত্যার ঘটনায় পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতারা ক্ষিপ্ত হন। একপাক্ষিক এ হামলা পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন বলে অনেকে সমালোচনা করেন। এদিকে, গত রোববার মার্কিন ডেমোক্রাটদলীয় সিনেটর জন কেরি পাকিস্তান সফরে এসে ইসলামাবাদের জন্য অব্যাহত মার্কিন অর্থ সহায়তার ব্যাপারে সতর্ক করে দেন। বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মে ১৭, ২০১১
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।