ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দুই সেনা আহত

এবার পাকিস্তানি সেনা ছাউনিতে ন্যাটোর হামলা

নিউজডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, মে ১৭, ২০১১
এবার পাকিস্তানি সেনা ছাউনিতে ন্যাটোর হামলা

দেরা ইসমাইল, পাকিস্তান: ওসামা বিন লাদেনকে হত্যা করতে মার্কিন নেভি সিল কমান্ডোরা পাকিস্তান ভূখণ্ডে ঢুকেছিল বলে যুক্তরাষ্ট-পাকিস্তান সম্পর্কে ফাটল ধরেছে। এ অবস্থায় আরেক ভয়ানক কান্ড ঘটাল ন্যাটো বাহিনী।

এবার তারা পাকিস্তান সীমান্ত পার হয়ে হেলিকপ্টার গানশিপ নিয়ে সরাসরি হামলা চালাল এক পাকিস্তানি সেনা চৌকিতে। এতে আহত হয়েছেন দুই পাকিস্তানি জওয়ান।

মঙ্গলবার কোনো এক সময়ে আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে ঘটেছে এই ঘটনা। সূত্র: বিদেশি সংবাদ মাধ্যম।

তবে ন্যাটোর এক মুখপাত্রের ভাষ্য, সীমান্তের ওপার থেকে আফগানিস্তানে ন্যাটো  বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়ছিল পাকিস্তানি সেনারা। আর তার জবাব দিতেই ন্যাটোর হেলিকপ্টার গানশিপ এর পাল্টা জবাব দিয়েছে মাত্র।

তিনি আরও জানান, দুটি হেলিকপ্টার অভিযানে অংশ নেয়। বিষয়টির স্পর্শকাতর বিধায় ওই মুখপাত্র নিজের নামটি প্রকাশ করতে রাজি হননি।

তবে হামলাকারী ন্যাটো সেনারা যুক্তরাষ্ট্রের নাকি অন্য কোনো দেশের সে তথ্য প্রকাশ করা হয়নি। কয়েকটি সূত্র বলছে, হামলাকারীরা মার্কিন সেনা।  

পাকিস্তান সেনাবাহিনী এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা এ ব্যাপারে ন্যাটোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার দাবি জানিয়েছে। তবে ন্যাটো এ ব্যাপারে তাদের সম্মতির কথা না জানিয়ে শুধু বলেছে তারা বিষয়টি খতিয়ে দেখবে।

ঘটনাটি ঘটেছে উপজাতীয় অধ্যূষিত উত্তর ওয়াজিরিস্তানের দত্ত খেল এলাকায়। জায়গাটি আল কায়েদা বাহিনী ও মুসলিম জঙ্গিদের উর্বর চারণক্ষেত্র হিসেবে পরিচিত। আর সে কারণে এলাকাটি চালকহীন মার্কিন বিমানের (ড্রোন) হামলার লক্ষ্যবস্তুও হয় হরহামেশা।

পাকিস্তানি ভূখণ্ডে ঢুকে হামলার ঘটনা এটাই প্রথম নয়। গত বছরও ন্যাটো বাহিনীর হাতে দুজন সেনা নিহত হয়েছিল। প্রতিবাদে পাকিস্তান আফগানিস্তানে ন্যাটোর রসদটানা ট্রাকবহরের গমনাগমন বন্ধ করে দিয়েছিল।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।