ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক কর্মকর্তাকে রাশিয়া থেকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মে ১৯, ২০১১
ইসরায়েলি সামরিক কর্মকর্তাকে রাশিয়া থেকে বহিষ্কার

মস্কো: গুপ্তচর বৃত্তির অভিযোগে একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করেছে রাশিয়া। এ সপ্তাহের প্রথম দিকে আটকের পর তাকে ছেড়ে দেওয়া হলেও বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর তা গণমাধ্যমে প্রকাশ করে।



বহিষ্কৃত কর্নেল ভাদিম লিদারম্যানকে ১২ মে মস্কোতে একটি রেস্টুরেন্ট থেকে আটক করা হয়। কূটনৈতিক রীতি ভঙ্গের অভিযোগে তাকে আটকের পর কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয় এবং রাশিয়া ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

সাবেক সোভিয়েত ইউনিয়নে জন্ম নেওয়া লিদারম্যান ইসরায়েলের হাইফায় ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে প্রকৌশল বিষয়ে ডক্টরেট করেছেন। তিনি ইসরায়েল বিমান বাহিনীর একজন সদস্য এবং কয়েক বছর যুক্তরাষ্ট্রে এ বাহিনীর হয়ে কাজ করেছেন।

ইসরায়েল প্রতারক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, ওই কর্মকর্তার মিশন দুই মাসের মধ্যে শেষ করার কথা ছিল। তারা আরো জানায়, ইসরায়েলি নিরাপত্তা কার্যালয় তার গুপ্তচর বৃত্তির অভিযোগ আগাগোড়া তদন্ত করেছে। এবং তারা এর পক্ষে কোনো প্রমাণ পায়নি।

এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ইসরায়েলের পররাষ্ট্র বিষয়ক এবং প্রতিরক্ষা কমিটির একটি দল রাশিয়া সফরে গেছে। এই প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান এবং কাদিমা পার্টির সংসদ সদস্য সৌল মোফাজ।

এ দলটি রাশিয়া পার্লামেন্ট ও প্রশাসনের জ্যেষ্ট কর্মকর্তা এবং ক্রেমলিনের জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধানের সঙ্গে সাক্ষাত করেন।

ইসরায়েলি কর্মকর্তারা অবশ্য এ গ্রেপ্তারের উদ্দেশ্য ব্যাখ্যা নিয়ে বেশ চাপের মধ্যে রয়েছেন। তবে তাদের ধারণা রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের একটি প্রতিফলন এটি।

তবে রাশিয়াতে এরকম জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা আটকের ঘটনা এটিই প্রথম নয়। কূটনৈতিক, প্রতিরক্ষা এবং গোয়েন্দা বিষয় নিয়ে অনেক রহস্যময় কারণে এমন ঘটনা একাধিকবার ঘটেছে।

১৯৯০ এর প্রথম দিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধি রিওভেন দিনেলকে আটক করে রাশিয়া। রাশিয়ার সামরিক গোয়েন্দার সঙ্গে যুক্ত একটি ফার্ম থেকে কিছু গোপন স্যাটেলাইট চিত্র কেনার পর মস্কোর একটি সাবওয়ে স্টেশনে তাকে আটক করা হয়।

আটকের সময় রাশিয়ার নিরাপত্তা কর্মকতারা দিনেলের নিরাপত্তার কোনো তোয়াক্কা করেনি। তারা তাকে জিজ্ঞাসাবাদের সময় নিষ্ঠুরভাবে পিটিয়েছিল। পরে তাকে স্থানীয় পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়। এর পর তাকে ‘অবিশ্বস্ত লোক’ বলে আখ্যা দিয়ে রাশিয়া ত্যাগ করতে বাধ্য করা হয়।

তবে একই কারণে লিদারম্যানকে আটক করা হলেও তাকে সেভাবে জিজ্ঞাসাবাদও করা হয়নি আর মারধরও হয়নি।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।