ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আর্জেন্টিনায় বিমান দুর্ঘনায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মে ১৯, ২০১১
আর্জেন্টিনায় বিমান দুর্ঘনায় নিহত ২২

বুয়েনস এইরেস: আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে পোতাগোনিয়াতে একটি বাণিজ্যিক বিমান বিধ্বস্ত হলে ২২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

খবর এনডিটিভির।

উদ্ধারকাজে অংশ নেওয়া স্থানীয় হাসপাতালের পরিচালক ইসমায়েল আলি বলেন, ‘আমি কাউকে জীবিত দেখিনি। বিমানটি খ- খ- হয়ে গেছে। এর পুড়ে যাওয়া বিভিন্ন অংশ দুমড়ে মুচড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ’

তিনি আরো জানান, আকাশ থেকে একটি আগুনের বল নিজ বাড়ির কাছে পতিত হতে দেখেছেন একজন প্রত্যক্ষদর্শী। সে হিসেবে বলা যায় বিমানটি অনেক উঁচুতে থাকতেই বিস্ফোরিত হয়েছে।

এর আগেই রিও নিগ্রো প্রদেশে নিউজকুয়েন এবং কোমোডরোর মাঝামাঝি আকাশে বিমানটি হারিয়ে যাওয়ার খবর পাওয়া যায়।

সোল কোম্পানির মালিকানাধিন ওই বিমানে কেউ জীবিত নেই বলে নিশ্চিত করেছেন কোম্পানির মুখপাত্র হোরাসিও ফেরে। তারা জানান, স্থানীয় সময় ৮টা ৮ মিনিটে ছেড়ে যাওয়ার ৪৫ মিনিট পর বিমানটি বিধ্বস্ত হয়। এর আগে সামান্য সময়ের জন্য এটি বিপদ সঙ্কেত দিয়েছিল।

পার্শ্ববর্তী শহর লস মেনুকোসের মেয়র ইসাবেল ইয়াহুয়ার জানান, আন্দিজ পর্বতমালার পাদদেশে অবস্থিত পাহাড়ি অঞ্চলে বিমানটি পতিত হয়েছে। দূরবর্তী এ অঞ্চলে কোনো মোবাইল সিগনাল নেই। আর প্রচণ্ড ঠাণ্ডার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মে ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।