ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফির ক্ষমতা ত্যাগ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মে ২০, ২০১১
গাদ্দাফির ক্ষমতা ত্যাগ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে: ওবামা

ওয়াশিংটন: লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির ক্ষমতা ত্যাগ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার ওয়াশিংটনে এক বক্তৃতায় এ মন্তব্য করেছেন।

খবর রয়টার্সের।

প্রেসিডেন্ট বারাক ওবামা ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের বেন ফ্রাঙ্কলিন রুমে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ব্যাপারে দেশের কৌশল বিষয়ে বক্তৃতা করেন।

চলতি সপ্তাহে ন্যাটো বাহিনী লিবিয়াতে গাদ্দাফির অনুগত বাহিনীর ওপর হামলা জোরদার করেছে। শুক্রবার গাদ্দাফির ৭টি যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ন্যাটো।

বক্তৃতায় সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ তিউনিসিয়া এবং মিশরে সফল গণআন্দোলনে অনুপ্রাণিত হয়ে গত তিন মাস ধরে গাদ্দাফির পদত্যাগ দাবিতে লিবিয়াতে শুরু হওয়া আন্দোলনের কথা উল্লেখ করেন ওবামা।

ওয়াশিংটনে বৃহস্পতিবার তিনি বলেন, সময় গাদ্দাফির প্রতিকূলে। নিজ দেশের ওপর তার আর নিয়ন্ত্রণ নেই। বিরোধীপক্ষ একটি বৈধ এবং নির্ভরযোগ্য অন্তর্বর্তী পরিষদ গঠন করেছে।

লিবিয়া সরকারের বিরুদ্ধে সামরিক হামলা পরিচালনার সিদ্ধান্ত সঠিক দাবি করে তিনি বলেন, যেদিন গাদ্দাফি অনিবার্য ভাবে ক্ষমতা ত্যাগ করবে অথবা তাকে বাধ্য করা হবে। সেদিন লিবিয়ায় কয়েক দশকের উত্তেজনার সমাপ্তি ঘটবে এবং  দেশটি গণতন্ত্রের পথে এগিয়ে যাবে।

প্রসঙ্গত ন্যাটোর মহাসচিব অ্যান্ডারস ফোগ রাসমুসেন কিছুদিন আগে গাদ্দাফির পতন নিয়ে যে মন্তব্য করেছিলেন বৃহস্পতিবার ওবামা তার পুনরাবৃত্তি করলেন মাত্র। তিনি বলেছিলেন, সামরিক এবং রাজনৈতিক চাপ গাদ্দাফিকে দুর্বল করে দিচ্ছে। শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন।

এদিকে, বৃহস্পতিবার গাদ্দাফিকে একটি টিভি ফুটেজে আবারো দেখা গেছে। ত্রিপোলিতে লিবিয়ার একজন রাজনীতিকের সঙ্গে তাকে বৈঠক করতে দেখা যায়।

গাদ্দাফি সরকারের মুখপাত্র ইবরাহিম বলেছেন, এ সপ্তাহে যুদ্ধ বিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে রাজনীতিকদের একটি প্রতিনিধি দল রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেছেন। ওই রাজনীতিক তাদেরই একজন।

ফুটেজে দেখা যায় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার।

এর আগে দীর্ঘ দুই মাস পর গাদ্দাফিকে সর্বশেষ দেখা যায় ১১ মে। এদিন টিভি ফুটেজে উপজাতীয় নেতাদের সঙ্গে তাকে আলোচনা করতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মে ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।