ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন কনস্যুলেটের গাড়ি বহরে হামলার দায় স্বীকার পাকিস্তান তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মে ২০, ২০১১
মার্কিন কনস্যুলেটের গাড়ি বহরে হামলার দায় স্বীকার পাকিস্তান তালেবানের

পেশোয়ার: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জঙ্গি অধ্যুষিত শহর পেশোয়ারে যুক্তরাষ্ট্র কনস্যুলেটের গাড়ি বহরে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান। শুক্রবার পাকিস্তান তালেবানের একজন মুখপাত্র এ কথা জানান।

খবর রয়টর্সের।
 
২ মে অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর এটিই সর্বশেষ সহিংসতা। তবে বিন লাদেন হত্যার পর কোনো মার্কিনের ওপর এটি প্রথম হামলা।

বিন লাদেন নিহত হওয়ার পর আল কায়েদা ও পাকিস্তানি তালেবান পাকিস্তান সরকার এবং এর পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে প্রতিশোধ মূলক হামলার ঘোষণা দেয়।

তালেবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান টেলিফোরে রয়টার্সকে বলেন, ‘ন্যাটো জোট ভুক্ত দেশগুলোর কূটনীতিকরা হবে আমাদের হামলার লক্ষ্য। আমার এরকম হামলা অব্যাহত রাখব। পাকিস্তান আমাদের প্রথম লক্ষ্য আর যুক্তরাষ্ট্র দ্বিতীয়। ’


তবে এ হামলায় কোনো আমেরিকান নিহত হননি বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র অ্যালবার্টো রডরিগেজ। এতে একজন পাকিস্তানি নিহত এবং ১০ জন আহত হয়েছেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী হামলা বলে জানা গেছে।

পুলিশ জানায়, মূল সড়কের পাশেই হামলাটি হয় যেখানে বেশিরভাগ পশ্চিমা কূটনীতিক বসবাস করেন। হামলায় ৫০ কেজি পরিমাণ বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।

রডরিগেজ আরো জানান, ‘কনস্যুলেটের দুটি কার লক্ষ্য করে মটরসাইকেলে করে আসা এক হামলাকারী বিস্ফোরণ ঘটায়। তবে একটি কারে এটি আঘাত করে। আমরা প্রকৃত ঘটনা উদ্ঘাটনে এখনো তদন্ত করছি। ’

মার্কিন সমর্থীত পাকিস্তানের সরকারের পতন ঘটাতে পেশোয়ারে তালেবান জঙ্গিরা এর আগে অনেকবার হামলা চালিয়েছে। ১৯৮০‘র দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধের সময় পেশোয়ার ছিল ওসামা বিন লাদেনের আপন ঘরের মতো।


বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।