ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সাধারণ নারীকে বিয়ে করবেন ভুটানের রাজা

আন্তর্জাতিকডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মে ২০, ২০১১
সাধারণ নারীকে বিয়ে করবেন ভুটানের রাজা

থিম্ফু: ভুটানের রাজা জিগমে খেসার নেমগায়েল ওয়াংচুক একজন সাধারণ নারীকে বিয়ে করতে যাচ্ছেন। এ বছরের অক্টোবরেই তিনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে শুক্রবার ভুটানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

খবর পিটিআইয়ের।

রাষ্ট্রীয় পত্রিকা কুয়েনসেল তাদের প্রতিবেদনে লেখে, ‘মহামান্য রাজা জেতসুন পেমাকে এ বছরের অক্টোবরেই বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন। শুক্রবার সকালে পার্লামেন্টের সপ্তম অধিবেশনে তার উদ্বোধনী ভাষণের শেষ পর্যায়ে তিনি এ ঘোষণা দেন। ’

অক্সফোর্ডে পড়াশুনা করা ভুটানের এ রাজার বর্তমান বয়স ৩১ বছর। ২০০৮ সালে বাবা জিগমে সিংগিয়ে ওয়াংচুক সিংহাসন ত্যাগের পর তিনি রাজকীয় মুকুট পরেন।

হবু স্ত্রী জেতসুন পেমার প্রশংসা করে খেসার বলেন, সে নরম হৃদয়ের মেয়ে যার ওপর আমি বিশ্বাস রাখতে পারি। আমি জানি না আমার জনগণ তার ব্যাপারে কী বলবে তবে একজন মেয়ে হিসেবে যা যা গুণ থাকা দরকার আমি তা তার মধ্যে খুঁজে পেয়েছি।

তবে রাজা আশা করেন জনগণ তার এ ঘোষণায় খুশিই হবে। পত্রিকায় রাজার পাশাপাশি পেমার ছবিও প্রকাশ করা হয়েছে। পেমা এখনো পড়াশোনা করছেন। এবং তিনি ভুটানেই থাকেন।

এদিকে, ২০০৮ সালে ভুটান জাতি যে গণতন্ত্রের স্বপ্ন দেখতে শুরু করেছে রাজার এ ঘোষণার মাধ্যমে তা সত্য হতে যাচ্ছে বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জিগমি ওয়াই থিনলে।

ভুটানের সরকারি সম্প্রচার সংস্থা প্রধানমন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে, রাজার এ ঐতিহাসিক জাঁকজমকপূর্ণ বিয়ে অনুষ্ঠানের জন্য দেশ চেয়ে থাকবে। স্থানীয় ঐতিহ্য অনুযায়ী দেশে প্রস্তুতি চলবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মে ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।