ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইএমএফ প্রধান নির্বাচন

চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ৩০ জুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, মে ২১, ২০১১
চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ৩০ জুন

ওয়শিংটন: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালকের পদটিতে বাছাই প্রক্রিয়া সোমবার শুরু হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ৩০ জুন।

সংস্থাটি শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছে।

আইএমএফের নির্বাহী বোর্ডের ডিন এ শাকুর শালান এক বিবৃতিতে বলেন, ‘সংস্থাটির আগামী ব্যবস্থাপনা পরিচালক বাছাই প্রক্রিয়ার ব্যাপারে নির্বাহী বোর্ড অনুমোদন দিয়েছে। উন্মুক্ত, মেধাভিত্তিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় এ পদটিতে নিয়োগ দেওয়া হবে। ’

সাবেক ব্যবস্থাপনা পরিচালক দমিনিক স্ত্রস কান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গৃহবন্দি রয়েছেন। গত ১৪ মে তাকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করা হয়। কারাগারে থাকা অবস্থাতেই স্ত্রস কান সংস্থাটির প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

আইএমএফ জানায় ‘ব্যবস্থাপনা পরিচালকের পদটি আইএমএফের গভর্নর অথবা নির্বাহী পরিচালক মনোনীত করবেন। আগামী ২৩ মে বাছাই প্রক্রিয়া শুরু হবে। ’ ১০ জুন মনোনয়ন প্রক্রিয়া শেষ হবে, ৩০ জুন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ফ্রান্সের অর্থমন্ত্রী ক্রিস্টিন লাগার আইএমএফের প্রধানে পদে স্ত্রস কানের সম্ভাব্য উত্তরসূরি বলে ভাবা হচ্ছে। এ তালিকায় সম্ভাব্য প্রার্থী তুরস্কের এক ব্যক্তি নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মে ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।