ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বীমার টাকা পেতে স্ত্রী হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মে ২১, ২০১১
বীমার টাকা পেতে স্ত্রী হত্যা

লন্ডন: জীবন বীমার টাকা পেতে প্রথম স্ত্রীকে হত্যা করেছেন এবং দ্বিতীয় স্ত্রীকেও হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়ে এখন শ্রীঘরে এক ব্রিটেনবাসী। উপরন্তু আইন ভঙ্গ করে তৃতীয়বার বিয়ে করার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।



ডেইলি এক্সপ্রেস এ প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ম্যালকোম ওয়েবস্টার (৫২) নামের ওই ব্যক্তি ১৯৯৪ সালে তার ৩২ বছর বয়সী স্ত্রী ক্ল্যারি মরিসকে হত্যা করে বিয়ের মাত্র ৮ মাস পরে। এরপর স্ত্রীর বীমার ২ লাখ পাউন্ড বাগিয়ে মাত্র ৬ মাসে উড়িয়ে দেয়।

গ্লাসগোতে বিচারের সময় সে তার স্ত্রী হত্যার কাহিনী বর্ণনা করে। ক্ল্যারিকে সে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে গাড়ির মধ্যে রেখে ইচ্ছাকৃত দুর্ঘটনা ঘটায়। পরে গাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

এর পর ১৯৯৯ সালে নিউজিল্যান্ডে তিনি দ্বিতীয় স্ত্রী ফেলিসিটি ড্রুমকেও একই ভাবে হত্যার চেষ্টা করেন। তবে এবার তিনি ব্যর্থ হন। সফল হলে স্ত্রীর বীমা থেকে তিনি পেতেন ৭ লাখ ৫০ হাজার পাউন্ড।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মে ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।