ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘স্ট্রস কান আমাদের জন্য বিড়ম্বনার কারণ হবে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, মে ২১, ২০১১
‘স্ট্রস কান আমাদের জন্য বিড়ম্বনার কারণ হবে’

নিউইয়র্ক: হোটেল পরিচারিকাকে যৌন হয়রানীর অভিযোগে আটক হওয়ার পর শর্তসাপেক্ষে জামিন পেলেও এবার আরেক বিপাকে পড়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান ডোমিনিক স্ট্রস কান।

স্বয়ং তার স্ত্রী তাকে গ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

আদালতের নির্দেশ মোতাবেক শুক্রবার তার মুক্তি পাওয়ার কথা রয়েছে। অবশ্য তিনি গৃহবন্দি থাকবেন। কিন্তু যে ভবনে তাকে রাখার ব্যবস্থা করা হয়েছে সেখানে তার স্ত্রী ইতিমধ্যে দুটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। আর ওই ভবনের অন্য বাসিন্দারাও চান না তিনি সেখানে থাকুন।

শুক্রবার ম্যানহাটন আদালতের একজন কর্মকর্তা জানিয়েছেন, রিকারস আইল্যান্ড হাজত থেকে ছাড়া পাওয়ার পর স্ট্রস কানকে রাখার জন্য অন্য একটি জায়গা খুঁজতে হবে। কারণ তার স্ত্রী তাকে গ্রহণ করবেন না।

অবশ্য নিরাপত্তা কোম্পানি স্ট্রোজ ফ্রেডবার্গের ব্যবহৃত একটি করপোরেট ভবনে স্ট্রসের থাকার ব্যবস্থা হয়েছে। এখানে সসশস্ত্র প্রহরী তাকে ২৪ ঘণ্টা পাহারা দিবে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্টের একজন কমকর্তা এ কথা জানিয়েছেন।

এর আগে কানের জন্য ভাড়া করা অ্যাপার্টমেন্টটির সব আয়োজন সম্পন্ন করার পর দুপুরের দিকে ঝামেলা বাঁধে। ব্রিস্টল- ২১০ ইস্ট ৬৫নং স্ট্রিটের ওই ভবনের দুটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন স্ট্রসের স্ত্রী অ্যান সিনেক্লেয়ার। তিনি তাকে গ্রহণ করবেন না। আর ওই ভবনের বাসিন্দারাও তার ব্যাপারে আপত্তি জানিয়েছেন।
 
ওই ভবনের একাধিক বাসিন্দা স্ট্রসকে প্রতিবেশী হিসেবে চাইছেন না। ব্রিস্টলের একজন বাসিন্দা মাইকেল স্মিথ বলেন, ‘আমি মনে করি এটা আমাদের সবার জন্য বিড়ম্বনার কারণ হবে। আমার বিল্ডিংয়ের এমন প্রচার আমি চাইনা। ’

অপর বাসিন্দা ব্যারি শোয়ারজ বলেন, স্ট্রস কান যে ধরনের প্রচার পেয়েছেন এমন প্রচার এ ভবনের কোনো বাসিন্দাই চাইবে না। এখনো তিনি অভিযুক্ত ব্যক্তি নন কিন্তু তিনি তো খুব উচ্চ দরের মানুষ এবং সবকিছু মিলিয়ে এখানে সবাই একটু অসস্তিতে পড়বে। বাড়িটির সামনে সাংবাদিকদের ভীড় লক্ষ্য করে তিনি কৌতুকভরে কথাগুলো বলেন।

তিনি বলেন, তারা এই ৪০ হাজার সাংবাদিককে এখানে চান না। তারা জানেন এমনটি শুধু চলচ্চিত্র তারকাদের ক্ষেত্রে ঘটে।

এর আগে বৃহস্পতিবার ম্যানহাটন আদালতের বিচারক মাইকেল জে ওবাস ১০ লাখ ডলারের বিনিময়ে স্ট্রস কানের জামিন মঞ্জুর করেন। তবে শর্ত দেন স্ট্রসকে সার্বক্ষণিক পাহারায় থাকতে হবে এবং তাকে আঙ্গুলে একটি পর্যবেক্ষণ ট্রান্সমিটার পরতে হবে।

এদিন বিচারক ওবাস স্ট্রসকে বলেছিলেন, তার কোনো আপত্তি থাকলে তিনি জামিনের শর্তে পরিবর্তন আনবেন। অথবা সম্পূর্ণ প্রত্যাহারও করতে পারেন। তবে সেদিন তাৎক্ষণিকভাবে বুঝা যায়নি অ্যাপার্টমেন্ট নিয়ে কোনো সমস্যা রয়েছে।

গত শনিবার নিউইয়র্কের ম্যানহাটনে সোফিটেল হোটেলে একজন পরিচারিকাকে যৌন হয়রানির অভিযোগে ডোমিনিক স্ট্রস কানকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের নির্দেশে সোমবার তাকে জেলহাজতে পাঠানো হয়। তার বিরুদ্ধে অপরাধ মূলক যৌনকর্ম, ধর্ষণ চেষ্টা এবং যৌনহয়রানিসহ তিনটি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ২৫ বছর কারাদ- হতে পারে।

আগামী ৬ জুন স্ট্রস কানকে আবার আদালতে হাজির করা হবে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মে ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।