ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ড্রোন হামলা বন্ধ না হলে পাল্টা জবাব দেবে পাকিস্তান: আইএসআই প্রধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মে ২২, ২০১১
ড্রোন হামলা বন্ধ না হলে পাল্টা জবাব দেবে পাকিস্তান: আইএসআই প্রধান

ইসলামাবাদ: উপজাতি অধ্যুষিত এলাকায় যুক্তরাষ্ট্র চালক বিহীন বিমান হামলা বন্ধ না করলে পাকিস্তান তার পাল্টা জবাব দিতে বাধ্য হবে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ‘র এক কর্মকর্তার সঙ্গে শনিবার এক বৈঠকে এভাবেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান লেফট্যানান্ট জেনারেল আহমেদ সুজা পাশা।

রোববার পাকিস্তানের একটি পত্রিকা এ খবর প্রকাশ করেছে।

গত ২ মে পাকিস্তানের গ্যারিসন শহর অ্যাবোটাবাদে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের মাত্র এক কিলোমিটার দূরে একটি বাড়িতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে আল কায়েদা প্রধান বিন লাদেন নিহত হন। পরে জানা যায় তিনি ওই বাড়িতে গত ছয় মাস ধরে বসবাস করছিলেন। কিন্তু পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এ ব্যাপারে কিছুই জানত না বলে জানায়। এরপরই  অদক্ষতার অভিযোগে আইএসআই প্রধান ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
 
গতকাল শনিবার সিআইএ উপ-পরিচালক মাইকেল মোরেলের সঙ্গে এক বৈঠকে আইএসআই কর্মকর্তারা পাকিস্তানের অবস্থান পরিস্কার করে দেন।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন আইএসআইয় সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, বৈঠকে আইএসআই প্রধান যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান হামলার ব্যাপারে পাকিস্তানের শক্ত অবস্থানের কথা জানিয়ে দেন।

পাশা মোরেলকে বলেন, ‘চালক বিহীন বিমান হামলা বন্ধে আপনারা যদি কোনো কৌশলগত পদক্ষেপ না নেন তাহলে পাকিস্তান এর জবাব দিতে বাধ্য হবে। ’

সম্প্রতি ন্যাটোর হেলিকপ্টার পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের ব্যাপারে তাদের উদ্বেগের কথা জানিয়ে দেন পাশা। তিনি বলেন, পাক-মার্কিন প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে এটা একটি বড় ধাক্কা।

এদিকে মোরেলও বিষয়টি নিয়ে আইএসআইয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। উভয়পক্ষ পাকিস্তানে চালক বিহীন বিমান বন্ধ এবং জঙ্গিদের বিরুদ্ধে যৌথ অভিযান আরো বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন।

পত্রিকাটি আরো জানায়, পাকিস্তানে কর্মরত সিআইএ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের নামের তালিকা দেওয়ার জন্য গতকালের বৈঠকে আইএসআই কর্মকর্তারা মার্কিন কর্তৃপক্ষকে পিড়াপীড়ি করেন।

বিন লাদেন হত্যায় পাকিস্তানকে না জানিয়ে এককভাবে অভিযান চালানোর পর থেকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং আইএসআই এর মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে।

এছাড়া, সিআইএ এর ঠিকাদার রেমন্ড ডেভিস জানুয়ারিতে লাহোরে দুই পাকিস্তানিকে গুলি করে হত্যার পর দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে সম্পর্ক নতুন মোড় নেয়।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।