ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অগ্ন্যুৎপাত: আইসল্যান্ডের সব ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মে ২২, ২০১১
অগ্ন্যুৎপাত: আইসল্যান্ডের সব ফ্লাইট বাতিল

রেকজাভিক: গ্রিমসভোন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ছাই মেঘে আকাশ ছেয়ে যাওয়ায় অভ্যন্তরীণ বিমানের সব ফ্লাইট বাতিল করেছে আইসল্যান্ড। সেই সঙ্গে দেশটির প্রধান বিমানবন্দরটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

খবর বিবিসির।

আগ্নেয়গিরির চারদিকের আকাশে ২০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে।

তবে আইসল্যান্ডের আবহাওয়া দপ্তর বলছে, এই উদগীরণ বিমান চলাচলে কোনো সমস্যা সৃষ্টি করার কথা নয়।

সরকারে আশঙ্কা আকাশে ছড়িয়ে পড়া ছাই বিমানের ইঞ্জিন বন্ধ করে দিতে পারে। যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

গত বছর আইসল্যান্ডের অপর আগ্নেয়গিরি আইজাফজালাজোকুলের ভয়াবহ অগ্ন্যুৎপাতে ইউরোপের বেশিরভাগ অংশে বিমান চলাচলে বিঘœ ঘটে। দ্বি¦তীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের পরে সবচেয়ে বেশি সময়ের জন্য বিমান চলালচল বন্ধ থাকে এ সময়। এই ঘটনায় প্রায় ১০ মিলিয়ন লোক ক্ষতিগ্রস্ত হয়।

দেশটির আবহাওয় দপ্তরের ভূতাত্ত্বিক জোরলেফুর সেভেইনজরসন জানান, গ্রিমসভোন আগ্নেয়গিরির সাদা ধোঁয়া বায়ুম-লের ১৫ কিলোমিটার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আরো বড় ধরনের উদগীরণ হতে পারে তবে গতবছরের মতো ভয়াবহ হওয়ার সম্ভাবনা কম।

আইসল্যান্ডের ইসাভিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘পুরো এলাকাটিই আমরা বন্ধ করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত না অবস্থা স্বাভাবিক হয় ততক্ষণ এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মে ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।