ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাই হামলায় আইএসআই সহায়তা করেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, মে ২৪, ২০১১
মুম্বাই হামলায় আইএসআই সহায়তা করেছে

শিকাগো: পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই ২০০৮ সালে মুম্বাই হামলার ঘটনায় সহায়তা করেছে। পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডেভিড কোলম্যান হেডলি সোমবার শিকাগোর এক আদালতে এ কথা বলেন।



মৃত্যুদ- এড়াতে দোষ স্বীকার করে হেডলি বলেন, ‘তারা একে অপরের সঙ্গে সমন্বয় করেছে। আইএসআই লস্কর-ই-তইয়েবাকে সামরিক, আর্থিক ও নৈতিক সমর্থন দিয়েছে। ’

এর আগে ধারণা করা হচ্ছিল মুম্বাই হামলার ঘটনায় আইএসআই জড়িত। এবার অভিযুক্ত ব্যক্তির মুখেই এ কথা শোনার পর তা আরও শক্ত হলো, আইএসআইয়ের সহায়তায় জঙ্গিরা মুম্বাইয়ে হামলা চালায়।

এরইমধ্যে পাকিস্তানের ভূমিতে ওসামা বিন লাদেনকে হত্যার পর প্রশ্ন উঠেছে, আইএসআই ও শীর্ষ কর্মকর্তাদের সহায়তায় আল কায়েদার প্রধান অ্যাবোটাবাদের বাড়িতে লুকিয়ে ছিল। গত মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে ২ মে লাদেনকে হত্যা করা হয়।

মুম্বাই হামলার আরেক অভিযুক্ত তাহাব্বুর রানা হামলার পর হেডলিকে জানায়, ‘ভারতীয়দের এটা প্রাপ্ত ছিল। ’ যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি জেনারেল সারাহ স্ট্রিকার এসব কথা বলেন।

সারাহ সবসময়ই হেডলি ও রানাকে পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে আসছেন। হামলার সময় রানা যুক্তরাষ্ট্রে থাকলেও কৌঁসুলিরা বলছেন, এর পরিকল্পনায় তার সম্পৃক্ততা আছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মে ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।