ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাড়ি চালানো নিষেধাজ্ঞা উপেক্ষা করায় সৌদি নারী অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, মে ২৪, ২০১১
গাড়ি চালানো নিষেধাজ্ঞা উপেক্ষা করায় সৌদি নারী অভিযুক্ত

দুবাই: গাড়ি চালানোর ওপর জারি থাকা নিষেধাজ্ঞা অমান্য করার জন্য সৌদি আরবের একজন নারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তার আইনজীবী সোমবার এ তথ্য জানিয়েছেন।



সৌদি আরবে নারীদের জন্য গাড়ি চালানো নিষিদ্ধ। অথচ মানাল আল-শরিফ নামের নারী চালকের আসনে বসা অবস্থায় ইন্টারনেটে তার একটি ছবি প্রকাশ করেন। এর আগের দিন তিনি পূর্বাঞ্চলের প্রাদেশিক শহর আল-খোবারে চালান।   এসময় পুলিশ তাকে গত শনিবার গ্রেপ্তার করে। এর কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দিলেও পরে আবারও আটক করা হয়। এ মুহূর্তে তাকে পাঁচদিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

তার আইনজীবী আদনান আল-সালেহ বলেন, ‘গাড়ি চালানোয় নারীদের প্ররোচিত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ’ এর আগে তিনি শরিফের কারাগারে সাক্ষাৎ করে আসেন।

তদন্ত শেষ না হওয়া তাকে আটক রাখা হবে পুলিশ জানিয়েছে। তবে এরইমধ্যে সামাজিক যোগাযোগের ওয়েবসাইবগুলোয় প্রচারণা শুরু হয়েছে। এতে বাদশাহ আবদুল্লাহকে শরিফের পক্ষে হস্তক্ষেপ করার আহ্বান জানানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আগামী মাসে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মে ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।