ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আয়ারল্যান্ডে অগ্ন্যুৎপাত

ছাইয়ের কারণে ব্রিটেনের বিমান যোগাযোগ বিঘ্নিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মে ২৪, ২০১১
ছাইয়ের কারণে ব্রিটেনের বিমান যোগাযোগ বিঘ্নিত

লন্ডন/রেকজাভিক: আয়ারল্যান্ডে অগ্ন্যুৎপাতের ছাইয়ের মেঘ আকাশে ছড়িয়ে পড়ায় মঙ্গলবার ব্রিটেনের উত্তরাঞ্চলের প্রায় ২৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে ব্রিটিশ ও আয়ারল্যান্ডের কর্মকর্তারা বিমান যোগাযোগ ব্যাপকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন।

খবর রয়টার্সের।

গ্রিমসভোন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে স্থল ও আকাশ পথের যোগাযোগে সৃষ্ট সমস্যার ফলে ইউরোপের প্রায় এক কোটি যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। বিমান কোম্পানিগুলোও আর্থিক ক্ষতির মুখে পড়েছ।

ইউরোপীয় বিমান চলাচল নিয়ন্ত্রণ সম্পর্কিত সংস্থা ইউরোকেন্ট্রাল জানিয়েছে, ব্রিটেনের আকাশসীমায় ২৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আইসল্যান্ড থেকে ছাইয়ের মেঘ নিম্নাঞ্চলে ভেসে আসতে পারে এ আশঙ্কায় এ সতর্কতামূলক ব্যবস্থা। তবে কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিলের সম্ভাবনা নাকচ করে দিয়েছে।

এদিকে, এ নিষেধাজ্ঞা জারির আগেই সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করেন।

ব্রিটিশ ট্রান্সপোর্ট সেক্রেটারি ফিলিপ হ্যামোন্ড জানান, ‘বিমান চলাচল সম্পূর্ণ বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা অন্যভাবে কাজ চালিয়ে নেওয়ার পথ নিয়েছি। আমরা আকাশসীমা বন্ধেরর কথা ভাবছিনা। এ সপ্তাহজুড়ে ব্রিটেনের আকাশে হয়ত ছাইয়ের মেঘ থাকবে কিন্তু এতে বিমান চলাচল বন্ধ থাকবে না। ’

ইউরোকন্ট্রোল বলছে, অগ্ন্যুৎপাতের উদগীরণ একই হারে চলতে থাকলে বৃহস্পতিবারের মধ্যে ছাইয়ের মেঘ ফ্রান্সের পশ্চিমাঞ্চল এবং স্পেনের উত্তরাঞ্চলের আকাশসীমায় পৌঁছে যাবে।

এ সপ্তাহেই ফ্রান্সের উত্তরাংশে জি-৮ নেতাদের সম্মেলন হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মে ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।