ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় স্ত্রস কান দোষী প্রমাণিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মে ২৪, ২০১১
ডিএনএ পরীক্ষায় স্ত্রস কান দোষী প্রমাণিত

ওয়াশিংটন: হোটেল পরিচারিকার শার্ট থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষায় দোষী প্রমাণিত হয়েছেন দোমিনিক স্ত্রস কান। মার্কিন গণমাধ্যমে সোমবার এ সংবাদ প্রকাশিত হয়েছে।



পরীক্ষার ফলাফল ব্যাখ্যাকার এক ব্যক্তির বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, ওই নারীর দেওয়া তথ্য অনুসারে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা যা বলেছিলেন পরীক্ষার ফলাফল তার সঙ্গে মিলে গেছে।
 
আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ওই নারীর শার্টে পাওয়া শুক্রাণু এবং নমুনার সঙ্গে স্ত্রস কানের ডিএনএ’র মিল পাওয়া গেছে।

হোটেল কক্ষের কার্পেটের ওপর থেকে নেওয়া নমুনাসহ আরো কিছু পরীক্ষার ফলাফল প্রকাশের অপেক্ষার রয়েছে বলে জানায় নিউইয়র্ক টাইমস।

উভয় পত্রিকা জানিয়েছে, এ ব্যাপারে স্ত্রস কানের আইনজীবী বেনজামিন ব্র্যাফম্যান মন্তব্য করতে রাজি হননি।

সোমবার সকালের দিকে তদন্তকাজে জড়িত ঘনিষ্ট একটি সূত্র নিউইয়র্ক পুলিশ বিভাগের কাছে ডিএনএ রিপোর্ট পৌঁছানোর খবর অস্বীকার করেন। তবে পরে পুলিশ কর্মকর্তারা এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

উল্লেখ্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দোমিনিক স্ত্রস কান গত ১৪ মে নিউইয়র্কের সোফিটেল হোটেলে এক পরিচারিকাকে যৌনহয়রানির অভিযোগে আটকের পর এখন জামিনে মুক্ত আছেন। শুক্রবার জামিনে মুক্ত হওয়ার পর বর্তমানে তিনি ম্যানহাটনের একটি বাড়িতে সশস্ত্র পাহারায় গৃহবন্দি রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মে ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।