ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পেশোয়ারে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৫

আন্তর্জাতিক ডেক্স | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, মে ২৫, ২০১১
পেশোয়ারে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৫

পেশোয়ারঃ পাকিস্তানের পেশোয়ারে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বোমা বিস্ফোরণে নিহত ৫ জন হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে ২৯ জন।



বুধবার সকালে শহরের উত্তর-পশ্চিমাংশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ভবনের সামনে এই আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরিত হয়। দেশটির সংবাদ মাধ্যমগুলো এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে প্রচার করছে।

পেশোয়ারের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা লিয়াকত আলী খান বলেন, বুধবার সকালে আত্মঘাতী বোমা হামলাকারী গাড়িটি পুলিশের অপরাধ তদন্ত সংস্থার অফিসের দিকে যাচ্ছিল। তবে এর পাশেই ছিলো পাকিস্তানি সেনা ক্যাম্প। ঠিক তখনই গাড়িটি বিস্ফোরিত হয়।

যদিও এখন পর্যন্ত কোনো পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হয় লাদেন হত্যার প্রতিশোধ নিতে কয়েকদিন আগে দেয়া নতুন আল কায়েদা প্রধানের হুমকির নমুনা হিসেবেই এ হামলা।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মে ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।