ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে মার্কিন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
জাপানে মার্কিন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ছবি: সংগৃহীত

ঢাকা: জাপানের সাগামিহারা শহরে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রাজধানী টোকিও থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর  সাগামিহারার ওই সামরিক ঘাটিতে স্থানীয় সময় রোববার দিবাগত রাতে এ বিস্ফোরণ ঘটে।

ঘটনার ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৪ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষ ও মার্কিন সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করে।

স্থানীয় এক বাসিন্দা সংবাদমাধ্যমকে জানান, রাতে ওই সামরিক ঘাঁটিতে ১০ থেকে ১৫ মিনিট ব্যাপী বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় সেখানে আতশবাজির মতো আগুনের ছটা দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণস্থলের বাতাসে গানপাউডারের গন্ধ পাওয়ার দাবি করলেও ওই সামরিক ঘাঁটির কর্মকর্তারা এ দাবি উড়িয়ে দেন।

তারা জানান, এই সামরিক ঘাঁটিতে কোনও প্রকার বিস্ফোরক মজুত রাখা হতো না।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এসইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।