ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
কাশ্মীরে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত ছবি: সংগৃহীত

ঢাকা: জম্মু ও কাশ্মীরের বাদগম জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন বলে জানা যায়।

সোমবার (২৪ আগস্ট) স্থানীয় সময় বেলা ১১টার দিকে বাদগমের সইবাগ এলাকায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

দেশটির প্রতিরক্ষা বিভাগের মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, ভারতীয় বিমান বাহিনীর শ্রীনগর ঘাঁটি থেকে নিয়মিত রুটিনের অংশ হিসেবে উড্ডয়ন করে  যুদ্ধবিমানটি।

প্রাথমিক অনুসন্ধানে এখনও বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।
 
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫/ আপডেট: ১৪১৮ ঘণ্টা
এসইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।