ঢাকা: আসছে বসন্তে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন তেহরান সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড।
সোমবার (২৪ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
ফিলিপ হ্যামন্ড বলেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আগে আরও কিছু কাজ বাকি রয়েছে। আশা করা হচ্ছে, ২০১৬ সালের বসন্ত আসার আগেই এ কাজগুলো শেষ হবে।
তিনি আরও বলেন, সবকিছু ঠিক থাকলে সামনের বসন্ত থেকেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
আরএইচ