ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পতন অব্যাহত তেলের দরে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
পতন অব্যাহত তেলের দরে

ঢাকা: তেলের দরে পতন অব্যাহত রয়েছে। অপরিশোধিত তেলের ক্ষেত্রে ব্যারেল প্রতি দর এখন ৩৯ ডলারেরও (৩,০৩৪ টাকা) নিচে নেমে গেছে।



আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, সোমবার (২৪ আগস্ট) ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েটে (ডব্লিউটিআই) হাল্কা তেলের মূল্যসূচক ৩ শতাংশ পর্যন্ত নেমে গেছে। এক বছর আগের তুলনায় এ দর ৬০ শতাংশেরও কম।

এদিকে, দরপতন অব্যাহত থাকলেও তেল বাজারের শীর্ষ দেশ সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র এখনও অতি সরবরাহ ধরে রেখেছে। তবে তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক’র কয়েকটি সদস্যরাষ্ট্র দ্রুত এ ব্যাপারে সংগঠনের বৈঠক আহ্বান করেছে। চলতি বছর ডিসেম্বরে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।