ঢাকা: ‘ব্লাক মানডে’ সুনামিতে এশিয়ার পর এবার টালমাটাল ওয়াল স্ট্রিট। শেয়ার বাজারের লেনদেন শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে সেখানে হাজার পয়েন্টের সূচক পতন হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী, ওয়াল স্ট্রিটে সূচক ১৬ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসের পর এতোটা পতন দেখলো এ শেয়ারবাজার।
বিশ্লেষকরা বলছেন, চীনা শেয়ারবাজারে সূচক পতনের জেরেই যুক্তরাষ্ট্রও এমন পতন দেখছে।
এর আগে সূচক পতনের ‘ব্লাক মানডে’ সুনামি বয়ে যায় চীন, ভারত ও জাপানের শেয়ারবাজারে। সোমবার দেশ তিনটিই দরপতনের রেকর্ড দেখেছে। সাংহাই স্টক এক্সচেঞ্জের সূচক সাড়ে ৮ শতাংশ নেমে ৩, ২০৯ দশমিক ৯১ এ গিয়ে দাঁড়িয়েছে। ২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারির পর এটাই একদিনে সূচকের সবচেয়ে বড় পতন।
সাংহাই ছাড়াও শেনজেন ও হংকং শেয়ারবাজারেও সূচকের পতন ঘটেছে উল্লেখযোগ্য হারে।
ভারতের সেনসেক্সও সূচকের পতন দেখেছে। সোমবার সেখানে সূচকের ১,৬২৫ পয়েন্ট পতন হয়। বলা হচ্ছে, সূচকের এ পতন ভারতীয় স্টক মার্কেটের ইতিহাসে সবচেয়ে বড়। সেই সঙ্গে রূপির দামও পড়ে গেছে। ডলার প্রতি রূপির মান এখন ৬৭, যা আগে ছিল ৬৪।
জাপানেও সূচকের পতন হয়েছে। নিক্কেইয়ে ৪ দশমিক ৬ শতাংশ নিচে নেমে গেছে সূচক। গত আড়াই বছরে দেশটির স্টক মার্কেটে এটাই সবচেয়ে বড় পতন।
এশিয়ার মতো ইউরোপের স্টক মার্কেটগুলোও সূচকের পতন দেখেছে। যুক্তরাজ্যের এফটিএসই-তে সূচকের পতন হয়েছে ২ দশমিক ৫৪ শতাংশ, পয়েন্টের হিসাবে যা আগের চেয়ে ১০০ নিচে। সিএসি ও ডিএএক্স-এও একই অবস্থা।
** ‘ব্লাক মানডে’র ছোবলে টালমাটাল এশিয়ার শেয়ার বাজার
** একদিনে ৭ লাখ কোটি রুপি হাওয়া বিনিয়োগকারীদের
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
আরএইচ