ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আকস্মিক সফরে ইসলামাবাদে হিলারি ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মে ২৭, ২০১১
আকস্মিক সফরে ইসলামাবাদে হিলারি ক্লিনটন

ইসলামাবাদ: আকস্মিক সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শুক্রবার পাকিস্তানে পৌঁছেছেন। আল কায়েদার প্রধান ওসাম বিন লাদেনকে গোপন মাকির্ন অভিযানে হত্যার পর যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের অবনতি ঘটলে এটাই হিলারির প্রথম ইসলামাবাদ সফর।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ খবর বেরোয়।

রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অ্যাবোটাবাদের এক বাড়িতে লাদেন দীর্ঘ সাত বছর বা তারও বেশি সময় ধরে অবস্থান করছিলেন বলে খবর বেরোয়। অভিযোগ রয়েছে, পাকিস্তানের উর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় লাদেন সেখানে আশ্রয় নিয়েছিলেন। এতে যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের সন্দেহ জাগে, সন্ত্রাস বিরোধী অভিযানে পাকিস্তান সত্যিই কোনো নির্ভরযোগ্য বন্ধুদেশ কি না।

এদিকে, পাকিস্তান সরকার লাদেকে হত্যায় পরিচালিত যুক্তরাষ্ট্রের গোপন অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, এটা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন। তবে লাদেনের হত্যাকে তারা স্বাগত জানিয়েছে।

গত ২ মে মার্কিন বিশেষ বাহিনী নেভি সিলের সদস্যরা চারটি হেলিকপ্টার যোগে লাদেনের ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে হত্যা করে।

গত বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি পাকিস্তানের প্রশংসা করে বলেন, ‘আমাদের একগুচ্ছ আকাক্সক্ষা পাকিস্তানি সরকারের কাছে। তবে সবশেষে আমি জোর দিয়ে বলতে চাই, তারা (পাকিস্তানি সরকার) কোণঠাসা হয়ে গেছে বিষয়টা মোটেও এমন নয়। ’

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, মে ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।