ঢাকা: ইউরোপে হামলার পরিকল্পনা করছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। এরই মধ্যে আটশ জঙ্গি ব্রিটেনে হামলার পরিকল্পনা চূড়ান্তও করে ফেলেছে।
স্প্যানিশ সন্ত্রাস বিরোধী অধিদফতরের গোয়েন্দা অনুসন্ধানে এমন তথ্যই বেরিয়ে এসেছে। সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে আল কায়েদা ও আইএসের অনেক জঙ্গি ইউরোপে অবস্থান করছে। শীর্ষ নেতৃত্ব থেকে হুকুমের অপেক্ষায় রয়েছে তারা।
ধারণা করা হচ্ছে, ইরাক ও সিরিয়ায় আইএসের কাছে প্রশিক্ষণ নিয়ে সাড়ে তিনশ ব্রিটিশ নাগরিক দেশে ফিরেছে।
স্প্যানিশ গোয়েন্দা অধিদফতরের এক কর্মকর্তা বলেছেন, এই লোকগুলো খুব ভালো প্রশিক্ষণপ্রাপ্ত নয়। তবে তারা আইএসের প্রতি বিশ্বস্ত ও যেকোনো কিছু ঘটিয়ে দিতে প্রস্তুত।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, বেশিরভাগ জঙ্গিরই চালচলন পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে কিছু জঙ্গির বর্তমান কোনো তথ্যই খুঁজে পাচ্ছেন না গোয়েন্দারা।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
আরএইচ