ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাদ্দাফির জন্য অনেক দরজা খোলা: সারকোজি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মে ২৭, ২০১১
গাদ্দাফির জন্য অনেক দরজা খোলা: সারকোজি

ফ্রান্স: লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির জন্য অনেক দরজা খোলা আছে বলে মন্তব্য করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি।

এছাড়াও সারকোজি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘ আমরা বলছিনা গাদ্দাফিকে তার দেশ ত্যাগ করতে হবে বা সবকিছু ছেড়ে চলে যেতে হবে।

কিন্তু তার অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা ছেড়ে দেয়া উচিত। ’

উত্তর ফ্রান্সের দুভিল নামক অবকাশ কেন্দ্রে জি ৮ সম্মেলন চলাকালে এমনটিই বলেন সারকোজি।

দুই দিনের এই বৈঠকে আরবের দেশগুলোর উত্থান, ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত নীতিমালা  এবং ভবিষ্যৎ পারমানবিক সমৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।

জি-৮ নেতৃতৃন্দের উপস্থিতিতে বৈশ্বয়িক অর্থনীতি এবং জলবায়ু পরিবর্তন ঘটিত সমস্যা ও তার উত্তরণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মে ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।