ঢাকা: চীনের শেয়ার বাজার পতন চলছেই। তবে আপাতত এর সংক্রমণ ছড়িয়ে পড়েনি বিশ্ব বাজারে।
এদিকে অর্থনীতিকে চাঙ্গা করতে মরিয়া চীনা সরকারের সুদ ছাঁটাই এবং দাম কমে যাওয়ার সুযোগে বিনিয়োগকারীদের ভালো মৌলিক ভিত্তির শেয়ার কেনার প্রবণতার হাত ধরে কিছুটা চাঙ্গা হয়েছে প্রতিবেশী ভারতসহ বিশ্ববাজারের শেয়ারের সূচক।
চীনা বাজারের প্রধান সূচক সাংহাই কম্পোজিট ইন্ডেক্স সোমবার প্রায় ৯% পড়ার পরে পরদিন মঙ্গলবারও কমে যায় ৭.৬%। ফলে সূচক নেমে আসে ৩ হাজার পয়েন্টের নিচে।
এ পরিস্থিতিতে ধস ঠেকাতে চীনের কেন্দ্রীয় ব্যাংক আর দেরি না করে ঋণ-আমানতে সুদ কমানোর ঘোষণা দেয়।
গত নয় মাসে এ নিয়ে পাঁচ বার এই পথে হাঁটলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি।
এক বছরের ঋণে সুদ ২৫ বেসিস পয়েন্ট কমে হয়েছে ৪.৬%। তবে তারপরও পতন অব্যাহত রয়েছে চীনের সাংহাই কম্পোজিট ইনডেক্সের। বুধবারও ১ দশমিক ২৭ শতাংশ হ্রাস পেয়ে সাংহাই কম্পোজিট ইনডেক্সের সূচক এখন ২ হাজার ৯২৭।
তাই বিশেষজ্ঞদের ইঙ্গিত, সুদের হার কমানো হলেও এখনই মন্দার কবল থেকে রেহাই পাবে না চীনা অর্থনীতি। আর, সেটাই উদ্বেগ ছড়াচ্ছে শেয়ার বাজারে।
যদিও বুধবার জাপানের নিক্কি সূচক বেড়েছে ৩.২ শতাংশ। এছাড়া ২.৬ শতাংশ বেড়েছে সিউলের বাজারের সূচক।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
আরআই