ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে রোমা বসতিতে গুলি, শিশুসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
ফ্রান্সে রোমা বসতিতে গুলি, শিশুসহ নিহত ৪

ঢাকা: ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে রোমা সম্প্রদায়ের একটি বসতিতে বন্দুকধারীদের গুলিতে ছয় মাস বয়সী একটি শিশু সহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা।



প্যারিসের ৭০ মাইল উত্তরে রয় শহরে মঙ্গলবার এই সহিংসতার ঘটনা ঘটে। তবে এর কারণ এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বারনারড ক্যাজেনেভ সাংবাদিকদের বলেন, রোমা বসতিতে ঠাণ্ডা মাথায় গুলি করে ছয়মাস বয়সী এক শিশু, একজন পুরুষ ও এক নারীকে হত্যা করা হয়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবর্ষণের পর পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি চালায় অস্ত্রধারী ব্যক্তি। এ সময় পুলিশের পাল্টা গুলিতে আহত হয় অস্ত্রধারী। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওঁলাদ ও প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালস এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।