ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় এএফপির সংবাদদাতা গুরুতর আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
সিরিয়ায় এএফপির সংবাদদাতা গুরুতর আহত সংগৃহীত

ঢাকা: সিরিয়ার আলেপ্পোয় সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলাকালে জেইন আল-রিফাই (২৮) নামে ফরাসি সংবাদ সংস্থা এএফপির এক সংবাদদাতা গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) শহরের উত্তরাঞ্চলে সংঘর্ষ চলাকালে কামানের গোলার খণ্ডাংশ (শ্রাপনেল) তার মুখে ও পায়ে আঘাত করলে তিনি রক্তাক্ত হন।

জেইন আল-রিফাই এএফপির ফটো ও ভিডিওগ্রাফার ।

আলেপ্পোর মিডিয়া সেন্টারে কর্মরত আল-রিফাইয়ের সহকর্মীদের বরাত দিয়ে বুধবার (২৬ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, শ্রাপনেলে আহত হলে তৎক্ষণাৎ আল-রিফাইকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা বুঝতে পেরে তাকে নিকটস্থ তুরস্কের উন্নত হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।

সহকর্মীর আহত হওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে এএফপির গ্লোবাল নিউজ ডিরেক্টর মিশেল লেরিডন বলেন, আমরা শিগগির আল-রিফাইয়ের সুস্থতা কামনা করছি এবং তার প্রয়োজনীয় চিকিৎসায় পাশে আছি।

তিনি এ ঘটনাকে ‘ভয়ংকর’ বলেও উল্লেখ করেন। মিশেলের মতো আল-রিফাইয়ের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন সিরিয়ায় নিযুক্ত অন্য সংবাদমাধ্যমগুলোর কর্মীরাও।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।