ঢাকা: নেপালে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে পাঁচ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে এক শিশু।
বৃহস্পতিবার দিনগত রাতে দেশটির নুয়াকত জেলায় ভূমিধসে ভূমিকম্প দূর্গতদের দু’টি আশ্রয়কেন্দ্র ও অপর একটি বাড়ি চাপা পড়লে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্প দূর্গতদের আশ্রয়কেন্দ্র থেকে চার বাসিন্দার মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ভূমিধসে চাপা পড়া অপর একটি বাড়ি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
গত জুন ও জুলাই মাসে নেপালের বিভিন্ন প্রান্তে ভূমিধসের ঘটনায় মারা গেছেন ৭০ জনের বেশি।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
এসইউ