ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্যাংকক বোমা হামলায় প্রধান সন্দেহভাজনকে আটকের দাবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
ব্যাংকক বোমা হামলায় প্রধান সন্দেহভাজনকে আটকের দাবি ছবি: সংগৃহীত

ঢাকা: ব্যাংকক বোমা হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজনকে আটকের দাবি করেছে থাই কর্তৃপক্ষ।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দেশটির প্রধানমন্ত্রী প্রাউত চ্যান-ও-চা’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



১৭ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) ব্যাংককের চিদলম জেলায় ব্রহ্মা মন্দির ‘এরাওয়ান’র কাছে বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হন। এছাড়া আহত হন আরও অনেকে।

থাই সরকার বলছে, দেশটির পর্যটন শিল্প ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতেই এ হামলা চালানো হয়েছে।

দেশটির পুলিশের দাবি, এ হামলার পেছনে সংঘবদ্ধ চক্রের হাত রয়েছে। প্রায় এক মাস আগে হামলার ষড়যন্ত্র করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।