ঢাকা: সিরিয়ার রাজধানী দামেস্কের প্রাণকেন্দ্রের খুব কাছাকাছি ঢুকে পড়েছে আইএস জঙ্গিরা।
সোমবার দামেস্কের দক্ষিণাঞ্চলীয় শহরতলীর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা দিয়ে নগরীর মূল প্রাণকেন্দ্রের দিকে অগ্রসর হতে শুরু করে।
মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস আইএস এর অগ্রাভিযানের সত্যতা নিশ্চিত করে জানায়, আইএস জঙ্গিরা দক্ষিণাঞ্চলীয় আসালি এলাকা দিয়ে রাজধানীর প্রাণকেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে। ওই স্থানটি দামেস্কের কেন্দ্রস্থল থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত।
আইএস এর অগ্রাভিযানের মুখে ওই এলাকা ত্যাগ করতে শুরু করেছেন বেসামরিক বাসিন্দারা।
গত বছর দামেস্কের পূর্বাঞ্চলীয় ঘোটা থেকে আইএস জঙ্গিদের বিতাড়িত করে বিদ্রোহীরা। তবে বর্তমানে আল হাজার ও আল আসওয়াদ এলাকা ব্যবহার করে রাজধানীর কেন্দ্রস্থলে প্রবেশের চেষ্টা করছে আইএস জঙ্গিরা।
এদিকে উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর বিরুদ্ধে অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। সোমবার ইদলিব প্রদেশের ফুয়া গ্রাম দখলে অভিযান শুরু করে তারা। ইদলিবে বাশার বাহিনীর নিয়ন্ত্রিত সর্বশেষ দুটি গ্রামের একটি ফুয়া। দুটি গ্রামই শিয়া অধ্যুষিত।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
আরআই