ঢাকা: সামরিক পোশাক পরিহিত সশস্ত্র ব্যক্তিরা ইরাকের রাজধানী বাগদাদের একটি নির্মাণ প্রকল্পে হানা দিয়ে ১৭ জন তুর্কি নাগরিককে অপহরণ করেছে। এ সময় তিন ইরাকি নাগরিককেও উঠিয়ে নিয়ে যায় তারা।
অপহৃত ব্যক্তিরা একটি তুর্কি মালিকানাধীন বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করতেন। ওই তুর্কি নির্মাণ প্রতিষ্ঠানটি বাগদাদের উত্তর পূর্বাঞ্চলীয় শিয়া অধ্যুষিত হাবিবিয়া এলাকার একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করছিলো।
স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সামরিক পোশাক পরিহিত ব্যক্তিরা কালো পিকআপ ভ্যানে করে বুধবার সকালে সেখানে হানা দেয়। অপহরণকারীরা কারা এ বিষয়টি এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের উপপ্রধানমন্ত্রী নুমান কুরটুলমাস।
গত বছরও ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল থেকে ৪৬ জন তুর্কি নাগরিককে অপহরণ করে জঙ্গি গোষ্ঠী আইএস। তবে তিন মাস বন্দি থাকার পর অক্ষত অবস্থায় মুক্ত হন তারা।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
আরআই