ঢাকা: যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল ১৯ বছর বয়সী এক তরুণের। বুলেটভর্তি বন্দুক গলার সঙ্গে তাক করে সেলফি তোলার সময় অসাবধানতাবশত ট্রিগারে চাপ পড়লে এ দুর্ঘটনা ঘটে।
টেক্সাসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হোস্টনে দেলিওন আলোনসো স্মিথ নামে ওই তরুণ স্থানীয় সময় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনার শিকার হন।
পারিবারিক সূত্র জানায়, ১৯ বছর বয়স হলেও স্মিথ দু’ সন্তানের জনক ছিলেন এবং তিনি কলেজে শিক্ষাজীবন শুরু করতে যাচ্ছিলেন।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, স্মিথ যখন নিজের ঘরে হাস্যোচ্ছ্বলে সেলফি তুলছিলেন, তখন তার পাশের ঘরেই ছিলেন এক কাজিন।
স্মিথের ওই কাজিন জানান, তারা সকালে বন্দুকটি একটি এলাকায় পেয়েছিলেন। কিন্তু কেন বন্দুকটি প্রশাসনে হস্তান্তর করেননি, সে বিষয়ে কিছু জানাননি।
দুর্ঘটনায় শোকাহত স্মিথের দাদী আলমা ডগলাস বলেন, অসাড় অনুভূতি কাজ করছে। আমাদের কাছে বিষয়টা এখনও অবিশ্বাস্য। অথচ গতকাল সে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছিল।
এর আগে, রাশিয়ায় বন্দুক নিয়ে সেলফি তুলতে গিয়ে ২১ বছর বয়সী এক তরুণী নিজের মাথায় গুলি করে দেন। যদিও পরে ভাগ্যক্রমে বেঁচে যান তিনি।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
এইচএ/