ঢাকা: দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের সত্তর বছর পালন করছে চীন। এ উপলক্ষে বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বেইজিংয়ে বিশাল এক সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে।
তিয়ানানমেন স্কয়ারে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কালো একটি গাড়িতে চেপে প্যারেড পরিদর্শনের মাধ্যমে এ কুচকাওয়াজের উদ্বোধন করেন।
১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় ও ৯ আগস্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর ১৫ আগস্ট আত্মসমর্পণের ঘোষণা দেয় জাপান। একই বছর ২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করে দেশটি। আর এর মাধ্যমে সমাপ্তি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের।
প্যারেড পরিদর্শন শেষে বক্তব্য দেন শি জিনপিং। এতে তিনি বলেন, জাপানের বিরুদ্ধে চীনের জয় আমাদেরকে বিশ্বের বুকে ফের এক মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এ জয় শুধু চীনের নয়, এ জয় ৫ হাজার বছরের পুরোন চীনা সভ্যতার।
এসময় তিনি আট বছরব্যাপী দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ‘ন্যায়বিচার ও শয়তানের’, ‘আলো ও অন্ধকারের’ মধ্যে লড়াই বলে অভিহিত করেন।
বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
আরএইচ
** বান কি-মুনের যোগদানের পরিকল্পনায় নাখোশ জাপান