ঢাকা: ৩২ বছর পর শ্রীলঙ্কার সংসদে বিরোধী দলের নেতৃত্বের দায়িত্ব পেলেন একজন তামিল নেতা।
দেশটির সংসদ স্পিকার কারু জয়সুরিয়া বৃহস্পতিবারের (০৩ সেপ্টেম্বর) অধিবেশনে এ ঘোষণা দেন।
ঘোষণায় তিনি বলেন, আমি রাজাভারুথিয়াম সামপানথানকে বিরোধী দলীয় নেতা হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছি।
শ্রীলঙ্কার ১৭ আগস্টের নির্বাচনে ৮২ বছর বয়সী রাজাভারুথিয়াম সামপানথান তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের পক্ষে নিজ আসন থেকে জয় পান।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
আরএইচ
** শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে