ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বুদাপেস্টের স্টেশনে এখনও অপেক্ষায় অভিবাসন প্রত্যাশীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৫
বুদাপেস্টের স্টেশনে এখনও অপেক্ষায় অভিবাসন প্রত্যাশীরা ছবি: সংগৃহীত

ঢাকা: হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের কেন্দ্রীয় রেলস্টেশন কেলাতিতে দ্বিতীয় দিনের মতো অপেক্ষার প্রহর কাটছে অভিবাসন প্রত্যাশীদের। পুলিশ বেরিকেড তুলে নেওয়ার পর তারা এই স্টেশনে ট্রেনে চেপে বসেন।

কিন্তু ওই পর্যন্তই থেমে আছে তাদের প্রত্যাশা। কেলাতি ছেড়ে যায়নি ট্রেন।

হাঙ্গেরি পুলিশও স্টেশনে সতর্কাবস্থায় রয়েছে। ফলে উভয়পক্ষের মধ্যে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) পুলিশ বেরিকেড তুলে নিয়ে অভিবাসন প্রত্যাশীদের ট্রেনে চড়ার সুযোগ করে দেয়। কিন্তু এর কিছু পরই তাদেরকে হাঙ্গেরিতে উদ্বাস্তু শিবিরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

এদিকে, সীমান্তে কড়াকড়ি আরোপ করা হবে কি না, সে ব্যাপারে এক ভোট অনুষ্ঠিত হতে চলেছে হাঙ্গেরির সংসদে। অভিবাসন প্রত্যাশীরা অস্ট্রিয়া ও জার্মানি যাওয়ার আশায় দেশটির সীমান্ত অতিক্রম করছে।

সেই সঙ্গে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) অভিবাসী সংকটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) তিনটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।