ঢাকা: আরও অভিবাসন প্রত্যাশী নেওয়ার কথা ভাবছে যুক্তরাজ্য। এ ব্যাপারে খুব শিগগিরই প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পক্ষ থেকে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
তবে কত সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে যুক্তরাজ্যে ঢোকার অনুমতি দেওয়া হবে, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এর আগে ক্যামেরন বলেছিলেন, কয়েক হাজার অভিবাসী নেওয়ার ব্যাপারে চিন্তা করছে যুক্তরাজ্য।
ধারণা করা হচ্ছে, এরই মধ্যে ইউরোপে পৌঁছে যাওয়াদের মধ্যে থেকে নয়, জাতিসংঘ শিবিরে থাকা সিরীয় উদ্বাস্তুদের মধ্যে থেকেই এই অতিরিক্ত অভিবাসন প্রত্যাশীদের নেওয়া হবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, স্পেনে আলোচনা শেষে সেখানেই হয়তো ঘোষণাটি দিতে পারেন ক্যামেরন।
বর্তমানে তিনি পর্তুগিজ ও স্পেনের নেতাদের সঙ্গে অভিবাসী ইস্যু ও এই সংকট সমাধানে ইইউ নীতি সংস্কারের বিষয়ে আলোচনা করতে স্পেনে অবস্থান করছেন।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৫
আরএইচ