ঢাকা: আলাস্কা উপকূল দিয়ে যাওয়ার সময় পাঁচটি চীনা জাহাজ মার্কিন জলসীমায় ঢুকে পড়ে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বেরিং সাগর ধরে দক্ষিণে যাওয়ার সময় এগুলো যুক্তরাষ্ট্র উপকূলের ১২ নটিক্যাল মাইলের মধ্যে ঢুকে পড়ে।
আন্তর্জাতিক সমুদ্রসীমা আইন মেনেই পিপল’স লিবারেশন আর্মি নেভির (প্ল্যান) জাহাজগুলো দক্ষিণের দিকে বেরিং সাগর থেকে বেরিয়ে যায় বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
মার্কিন সেনাবাহিনীর উত্তর কমান্ড জানিয়েছে, প্ল্যান’র জাহাজগুলো আলাউত দ্বীপপুঞ্জের দিকে গেছে।
তবে কখন জাহাজগুলো মার্কিন উপকূলে জলসীমায় ঢুকে ফের বেরিয়ে যায়, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকাল অথবা বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে থাকতে পারে।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৫
আরএইচ
** মার্কিন উপকূলে চীনা যুদ্ধজাহাজ